বার্সার বড় জয

শক্তি-সামর্থ্যে বার্সেলোনার
চেয়ে যোজন
ব্যবধানে পিছিয়ে হুয়েস্কা।
কোপা ডেল রে’র ম্যাচে এ
দলটির বিপক্ষে মেসি-
নেইমারসহ আরও কয়েকজন
তারকাকে মাঠে নামানোর
প্রয়োজনীয়তাই অনুভব
করেননি কোচ লুইস এনরিকে।
তারকা ফুটবলারদের ছাড়াই
বার্সা এই ম্যাচে জয়
তুলে নিয়েছে ৪-০ গোলে।
বার্সেলোনার
হয়ে চারটি গোল করেছেন ইভান
রাকিতিচ, আন্দ্রেস ইনিয়েস্তা,
পেদ্রো ও রাফিনিয়া। চোট
কাটিয়ে হুয়েস্কার
বিপক্ষে মাঠে নেমেছিলেন
ইনিয়েস্তা। মেসি-
নেইমারবিহীন আক্রমণের
দায়িত্বটা তিনি সামলেছেন
দারুণভাবেই।
খেলার ১২ মিনিটে দারুণ ফ্রি-
কিকে বার্সেলোনাকে এগিয়
রাকিতিচ। ১৬ মিনিটে ব্যবধান
বাড়ান ইনিয়েস্তা। প্রথমার্ধের
শেষ
দিকে বার্সেলোনাকে ৩-০
গোলে এগিয়ে নেন পেদ্রো।
খেলার ৭২ মিনিটে বড় জয়
নিশ্চিত করেন রাফিনিয়া।
বুধবার কোপা ডেল রে-তে জয়
পেয়েছে অ্যাটলেটিকো মাদ্র
হাসপিতালেতকে ৩-০
গোলে হারিয়ে শেষ
ষোলো নিশ্চিত
হয়েছে তাদেরও। সূত্র: এএফপি।