বারবার ভাল পারফর্ম করেও পর্দার আড়ালে পড়ে যাচ্ছেন নাইম ইসলাম

এক সময়ে জাতীয় দলে সে ছিল অপরিহার্য
কিন্তু নির্বাচকদের খামখেয়ালি পনায় নাইম এখন জাতীয় দল থেকে অনেকটা দূরে
ঢাকা প্রিমিয়ার লীগে ধারাবাহিকভাবে ব্যাটে বলে জ্বলে ওঠেছেন নাইম ইসলাম
বাংলাদেশ টিমের " ছক্কা নাইম" হিসেবে খ্যাত এই ক্রিকেটার বিশ্বকাপে জায়গা পেতে চায়
ভক্তদেরও আশা নাইম ইসলাম আবারো দলে ফিরবেন।