ব্রাদারহুড সন্ত্রাসী সংগঠন নয়: যুক্তরাষ্ট্র

4 Dec, 2014 মিশরভিত্তিক খ্যাতনামা ইসলামি সংগঠন মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাষ্ট্র। খবর আলজাজিরার’র।
বিশ্বব্যাপী বিস্তৃত ৮০ বছরের পুরনো সংগঠনটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার জন্য ৬ মাসে আগে করা একটি আবেদন খারিজ করে দিয়ে হোয়াইট হাউজ এ সিদ্ধান্ত ঘোষণা করেছে।
‘অহিংসার প্রতি মুসলিম ব্রাদারহুডের যে বহু যুগের পুরনো অঙ্গীকার রয়েছে তা থেকে দলটি সরে এসেছে- এমন কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ আমরা পাইনি’ বলেছে হোয়াইট হাউজ।
‘উই দি পিপল’ নামের একটি আবেদনে ব্রাদারহুডকে নিষিদ্ধ করার জন্য ২,১৩,১৪৬জন আবেদনকারী স্বাক্ষর করেছিলেন।
হোয়াইট হাউজ বলছে, ‘যুক্তরাষ্ট্র কোনো ধরনের রাজনৈতিক সহিংসতাকে সমর্থন করে না এবং সব পক্ষকে শান্তিপূর্ণ রাজনৈতিক প্রক্রিয়ায় সব দৃষ্টিভংগী প্রকাশের সুযোগ দিতে চাপ অব্যাহত রাখবে।’
‘যুক্তরাষ্ট্র এবং আমাদের মিত্রদের জন্য যেসব সন্ত্রাসী গোষ্ঠী হুমকি সৃষ্টি করে তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে যুক্তরাষ্ট্র অঙ্গীকারাবদ্ধ,’ বলেছে হোয়াইট হাউজ।
২০১৩ সালের জুলাইয়ে মিশরের প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে উৎখাত করার পর দেশটির স্বৈরাচারী সেনা সমর্থিত সরকার মুসলিম ব্রাদারহুডকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করে।
মিশর সরকারের পথ ধরে একই ঘোষণা দেয় মিশরীয় স্বৈরাচারী সরকারের পৃষ্ঠপোষক সৌদি আরব,সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন।
প্রতি মুহুর্তের খবর পেতে এখানে ক্লিক করে আমাদের ফেসবুক পেজে লাইক দিন