ইতালির এক ইতিহাসবিদ ও ঔপন্যাসিক পঞ্চদশ শতাব্দীর প্রখ্যাত চিত্রশিল্পী
লিওনার্দো দা ভিঞ্চির আঁকা বিখ্যাত চিত্রকমের্র মোনা লিসা চীনা ক্রীতদাসী
এবং দ্য ভিঞ্চির মা হতে পারেন বলে এক নতুন তত্ত্ব হাজির করেছেন। তার এ নতুন
তত্ত্বে অনলাইন দুনিয়া জুড়ে বিস্ময় আর অবিশ্বাসের ঝড় তুলেছে।
এই নতুন তত্ত্বের উদ্গাতা হলেন হংকং ভিত্তিক ইতালীয় ঔপন্যাসিক অ্যাঞ্জেলো প্যারাতিকো।