সালমান শাহ্ আত্মহত্যা করেছে ?

নাকি তাকে হত্যা করা হয়েছে ?আমি আইনের ঊর্ধ্বে কথা বলতে পারবোনা,তবে সালমান ভক্তদের ইমোশন আমাকে শিক্ষা দিয়েছে। যেহেতু সালমানের মা মিসেস নীলা চৌধুরী বলেছেন,সালমান আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে, তবে আমিও সালমান হত্যার বিচার চাই ... প্রয়োজনে যা করার দরকার,তাই করা হবে ইনশাআল্লাহ্‌ ,সালমান ভক্তদের আহত করে থাকলে আমি দূঃখিত।আমিও আপনাদের মত সালমানকে অনেক ভালবাসি ।