মিথ্যা,ইসলাম মিথ্যা," সাথে তার
প্রমাণ দিলো আর কুরআন থেকে ৩০টি ভুল
বের করল।
[২০০১ সাল]ঃ কোনো মুসলিম
এলো না তার জবাব দেয়ার জন্য।
[২০০২ সাল]ঃ সৌদি আরবের
কোনো মুফতী,আলেম শায়েখ
এলো না তার জবাব দিতে।
[২০০৩ সাল]ঃ দুবাই থেকেও
কোনো পীর উলামা এলো না তার
জবাব দিতে।
[২০০৪ সাল]ঃ অনলাইনেও এই
নিয়ে কোনো মুসলিম জবাব দিলো না।
[২০০৫ সাল]ঃ মারা গেলেন আহমেদ
দিদাত।
[২০০৬
সাল]ঃ যে একটা আশা ছিলো সেই
তো মরে গেলো(গুজব)
[২০০৭ সাল]ঃ এই নিয়ে ইসলামের
বিরুদ্ধে সেই খ্রিষ্টান ডাক্তারের সব
অপবাদ নিয়ে ইসলামের বিরুদ্ধে বই
লেখা শুরু হলো। ইসলাম
নিয়ে তামাশা বাড়তেই থাকল।
[২০০৮ সাল]ঃ ভারত।
যে দেশে প্রত্যেক ঘণ্টায় ২৬ জন
নারী ধর্ষিত হয়।যে দেশে মুসলিমদের
কোনো সম্মান নেই।বাবরি মসজিদ
ধ্বংস ইত্যাদি ইসলাম বিদ্বেষী ঘটনা।
সে দেশ থেকে আসলো এক চিকন
শ্যামলা বর্ণের লোক। পেশায় একজন ডঃ।
এই তার পরিচয়। লোকটি গেলো জনৈক
খ্রিষ্টানের কাছে। গিয়ে হলো ৪
ঘণ্টা ২৫ মিনিট ২০ সেকেন্ডের বিতর্ক।
কুরআনের বিরুদ্ধে সব মিথ্যা অপবাদের
জবাব তো দিলোই সাথে বাইবেল
থেকে ১০০টারও বেশি ভুল
ধরিয়ে দিলো।আর শুরু করলেন এক
নবদিগন্তের অভিযাত্রা। লোকটি আর
কেউ নয়,,,ডঃ জাকির নায়েক।আর আজ
কিছু মুসলিম এসেছে তার ব্যবচ্ছেদ
করতে। প্রশ্ন একটাই,"তখন আপনারা কই
ছিলেন?"
সে একজন মানুষ। কোন দিক থেকে তার
ভুল হতেই পারে। তার ভুল টুকু
দেখে কি আবদান
টুকুকে ছুরে ফেলে দিবো। তার
পরিচালনায় একটি টিভি চ্যানেল
আছে। সেই ইসলামিক টিভিতে কোন
আশালিন কিছু প্রচার করে না। এমন
কি কোন বিজ্ঞাপন দেওয়া হয় না। আর
কত করবে একজন মানুষ? এখানে আমাদের
অবস্থান কোথায়?
লেখিকা: স্বদেশী মোনামি