প্রথম যেদিন তোমাকে দেখলাম সেদিনই চমকে গিয়েছিলাম

কালো রঙ্গের ড্রেসে অপূর্ব লাগছিল তোমাকে। সেদিন তোমার উপর থেকে চোখ সরাতে না পারলেও তোমার চোখদুটো একটি বারের জন্যও আমার উপর এসে পড়েনি।
'
এক অপরিচিত নম্বর থেকে ফোন করে যেদিন তুমি বলেছিলে "হ্যালো, আমি মিলি "। সেদিনও চমকে ছিলাম। তুমি অনেকবার হ্যালো হ্যালো বললেও আমার অনুভূতিহীন মুখ দিয়ে যে কোন কথা বেরোয় নি। তুমি ফোনটা কেটে দিতেই শুধু ফোনের দিকে তাকিয়েছিলাম অনেকক্ষন।
'
দুজনের বন্ধুত্বের মাঝে যেদিন এক সন্ধ্যায় তুমি বলেছিলে "নীরব, আমাকে কি ভালবাসা যায় না ?? " তখনও খুব অবাক হয়েছিলাম। সেদিন থেকে নিজের চেয়ে তোমাকেই যে বেশি ভালবেসে ফেলেছিলাম।
'
কিছুদিন পর তোমার এত পরিবর্তনেও খুব অবাক হয়েছিলাম। যেই তুমি কিছুক্ষন পর পর আমার সাথে কথা না বলে থাকতে পারতে না সেই তুমিই আজ আমার কলটি ওয়েটিং এ রাখ ঘন্টার পর ঘন্টা।
'
যেদিন হঠাত ফোন দিয়ে বলেছিলে "প্লিজ নিরব, আমাকে ভুলে যাও। আর পারলে ক্ষমা কর।" সেদিনও এতটা অবাক হয়েছি যে তোমাকে অনেককিছু বলতে চেয়েও পারিনি।
'
এখনো অপেক্ষায় থাকি একদিন তুমি হয়ত আমাকে অবাক করে বলবে " আমি ফিরে এসেছি নিরব। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। " কিন্তু না, এরপর যে আর কখনই তুমি আমাকে চমকে দিতে আসনি।
'
by = নিকশ আলো